শাকিবের কাজ নিয়ে মন্তব্য করার আমি কেউ নই

তাদের কাজের প্রতি সম্মান জানিয়ে জানিয়েছেন নিজের ভাবনার কথা। এক সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেতা শুভকে নিয়ে অকপটে তার মতামত দেন। শাকিব খানকে তিনি বলেন, ‘শাকিব তো শাকিবের জায়গায় সেরা। আমি মনে করি, আমি এই ইন্ডাস্ট্রিতে আসারও আগে থেকে তিনি শাকিব খান। সুতরাং, তার কাজ সম্পর্কে মন্তব্য করার আমি কেউ নই; কিন্তু সবাই তাকে ভালোবাসে। অন্যদিকে, আরেক নায়ক আরিফিন শুভকে নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘শুভ, ওকেও, ওর একটা একসেপটেন্স রয়েছে ওকে সবাই পছন্দ করে, ওর কাজ সবাই ভালোবাসে। তার কথায়, ‘দু’জনের সাথেই আমার খুবই বন্ধুত্ব সম্পর্ক। আমি মনে করি আমার সাথে যারাই কাজ করে, নতুন, পুরনো, আমি সবাইকে এমন একটা পরিবেশ নিয়ে নিই যে, হাহাহিহি করতে করতে কাজ শেষ হয়ে যায়। প্রসঙ্গত, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।