লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা চালু করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন ও ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন।
দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মো. আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন ই-পাসপোর্টের আধুনিক প্রযুক্তি ও সুবিধা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। যুগ্ম সচিব মো. জসিম উদ্দীন প্রবাসীদের নিরাপদ সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
কাজী আসিফ আহমেদ বলেন, লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন ধরে প্রবাসীরা পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্টের জন্য অপেক্ষা করছিলেন। এখন থেকে দূতাবাসেই আবেদন, তথ্য সংগ্রহ ও বিতরণ সম্পন্ন হবে, যা প্রবাসীদের জীবনযাত্রাকে সহজ ও নিরাপদ করবে। এ কার্যক্রম প্রমাণ করে, বাংলাদেশ দূরে থাকলেও রাষ্ট্রের সেবা প্রবাসীদের থেকে দূরে থাকে না।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা দীর্ঘদিন পর লিবিয়ায় ই-পাসপোর্ট সেবা চালুর জন্য সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ সেবা তাদের ভোগান্তি কমাবে এবং আইনগত সুরক্ষা আরও সুদৃঢ় করবে।
লিবিয়ায় ৭১তম মিশন হিসেবে ই-পাসপোর্ট সেবা চালু হওয়ার মাধ্যমে দূতাবাসের আওতাভুক্ত দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আরও উন্নত, দ্রুত ও নিরাপদ কনস্যুলার সেবা পাবেন।