লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাউল ভক্তকুল’ নামের একটি স্থানীয় সাংস্কৃতিক সংগঠন এই অনুষ্ঠান আয়োজন করে। লালনের অমর বাণী পরিনবশেনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সাধু শাহজাহান চিশতির সভাপতিত্বে এবং আবৃত্তিকার আ্শরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাউল ভক্তকুল সংগঠনের সাধারণ সম্পাদক বাউল কাউসার রিপন। লালনের জীবন দর্শণ নিয়ে আলোচনা করেন সুফী তানভির আহমেদ সজিব, লেখক আনিফ রুবেদ, সাংস্কৃতিক সংগঠন ‘বিশ্ব বাউল কুঞ্জ’ এর প্রতিষ্ঠাতা বাউল আলাল শাহসহ অন্যরা।অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধু ও লালন ভক্তরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে সন্ধ্যা পর্যন্ত লালন সঙ্গীত পরিবেশিত হয়।