র‌্যাব-ডিবি পুলিশ ছদ্মবেশে প্রতারণা ও ডাকাতি: ৫ জন গ্রেফতার

র‌্যাব ও ডিবি পুলিশের ছদ্মবেশে সংঘটিত সাইবার প্রতারণা এবং অপহরণ-ডাকাতির দুটি চাঞ্চল্যকর ঘটনায় পৃথক অভিযানে মূলহোতাসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ ও র‌্যাব-১১ যৌথ অভিযানে গতকাল রাজশাহীর গোদাগাড়ী এলাকা থেকে প্রতারণা চক্রের মূলহোতা মারুফ হোসেন কে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি প্রতারণা মামলার আসামী।
অন্যদিকে, গতবছরের ৫ অক্টোবর নওগাঁ জেলার আত্রাই থানায় ডিবি পুলিশ পরিচয়ে সিম কোম্পানির দুই এজেন্টকে অপহরণ করে নগদ অর্থ, মোবাইল ফোন, সিম কার্ড এবং মিনিট ও এমবি কার্ডসহ মোট ৪ লাখ ৩৪ হাজার ৫০০ টাকার মালামাল লুট করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর র‌্যাব-৫ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে গতকাল আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তর করা হয়েছে।