01713248557

র‌্যাবের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কারবারি গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ওয়ানশুট্যারগান, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ মাসুদ রানা লিটন নামে এক ব্যাক্তি আটক হয়েছে। আটক ব্যক্তি রাজশাহীর বোয়ালিয়া থানার তালাইমারি এলাকার মৃত আমজাদ হোসেন তালুকদারের ছেলে। গতকাল রাতে দিকে রসুল ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের মসুর মোড় নামক এলাকায় ধানসুড়া মোড় থেকে নওগাঁগামী আঞ্চলিক সড়কের উপর অভিযান চালানো হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী থেকে আসা এক ব্যাক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য নিয়ামতপুরে অবস্থান করছে মর্মে গোয়েন্দা তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা ওই এলাকায় নজরদারি বাড়ায়। এরপর মসুর মোড়ে সড়কে চেকপোষ্ট বসিয়ে একটি ব্যাটারিচালিত রিক্সাভ্যান তল্লাশী করে ভ্যানযাত্রী লিটনের দেহ তল্লাশী করলে ওইসব অস্ত্র পাওয়া যায়। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।