গোদাগাড়ী পৌরসভার সারাংপুর গ্রামে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী পাঁকা রাস্তার পাশে অভিযান চালিয়ে ৫২০ গ্রাম হেরোইনসহ ১ জনকে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের আজিজুল হকের ছেলে নাদিম আলী। র্যাবের পাঠানো প্রেস নোটে জানানো হয়, কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ এই অভিযান চালানো হয়। এঘটনায় গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় র্যাব।