র‌্যাবের অভিযানে গোমস্তাপুরে জব্দ ফেনসিডিল গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১০০ বোতল ফেনসিডিল জব্দসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার বেলা ১১টায় গোমস্তাপুর উপজেলার চৌডালা মাদ্রাসা মোড় হতে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়।
রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র‌্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন—  শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. রবিউল , মৃত তাশির উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন  ও শাহাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে  বেনজির ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বেলা ১১টায় চৌডালা মাদ্রাসা মোড়ে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এই সময় তিনজনের হেফাজত হতে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।