রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের সোনা জয়

328

রোবট অলিম্পিয়াডে একটি স্র্ণপদকসহ চারটি পুরস্কার পেয়েছে বাংলাদেশ। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ২০তম রোবট অলিম্পিয়াডে এই পুরস্কার দেওয়া হয়। ‘সৃষ্টিশীল ক্যাটাগরি’ জুনিয়র গ্রুপে বাংলা দেশের রোবোটাইগার্স এই স্র্ণপদক লাভ করে। এই দলের সদস্যরা হলো, চিটাগাং গ্রামার স্কুলের (ঢাকা) কাজী মোস্তাহিদ লাবিব, তাফসির তাহরীম ও ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের মেহের মাহমুদ। এই প্রতিযোগিতায় ‘রোবট ইন মুভি’ জুনিয়র গ্রুপে দুটি ‘বিশেষ সুপারিশ’ পদক পায় বাংলাদেশ। দল দুটি হলো, রোবোটাইগার্স ও সানবীমস স্কুলের নাশীতাত যাইনাহ রহমান ও আগা খান স্কুলের যাহরা মাহজারীন পূর্বালীর দল রোবোচ্যালেঞ্জার্স। অপর পুরস্কারটি আসে ‘সৃষ্টিশীল ক্যাটাগরি’ সিনিয়র গ্রুপে। লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের মো. খায়রুল ইসলাম ও ঢাকা কলেজের সানি জুবায়েরের টিমবাংলাদেশ এই ক্যাটাগরিতে লাভ করে ‘কারিগরি পদক’। ২০তম রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে আট সদস্যের প্রতিযোগী অংশ নেয়। এতে দল নেতা হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ও মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারপারসন লাফিফা জামাল। তাঁর পাশাপাশি দলনেতা হিসেবে আরও একজন ছিলেন। চারদিন ব্যাপী এই প্রতিযোগিতা গত শনিবার অনুষ্ঠিত হয়।