রেহাইচর ঈদগাহ গোরস্থান নূরানী একাডেমীতে বার্ষিক কোরআন বিতরণ ও দোয়া

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেহাইচর ঈদগাহ গোরস্থান নূরানী একাডেমীতে বার্ষিক কোরআন বিতরণ, বিদায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মোফাজ্জল হক এবং সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ আব্বাসী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেফজুল উলুম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু জার গিফারী, নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইলিয়াস উদ্দিন, বীরশ্রেষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের অধ্যক্ষ মাওলানা শহিদুল্লাহ, নূরানী একাডেমীর পরিচালক বাসেদ আলী, সহ-সেক্রেটারি গোলাম কবির এবং প্রধান শিক্ষক জাকির হুসেন।
অনুষ্ঠানের শুরুতে ২য় শ্রেণীর শিক্ষার্থীদের কোরআনের শাবক পাঠ করান এবং কোরআন বিতরণ করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাকির হুসেন। পরে ৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এছাড়াও শিক্ষার্থীদের হাতের লেখা প্রদর্শনী, হাদিস পাঠ, কোরআন তেলাওয়াত, ইসলামি সংগীতসহ নানা পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। শেষে বিভিন্ন শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।