রেডিও মহানন্দার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাঁটি হাঁটি পা করে ১৩ বছর পার করে ১৪ বছরে পদার্পণ করেছে জেলার একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম। এ উপলক্ষে জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত রেডিও মহানন্দার প্রধান কার্যালয়ে রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসের সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে কেক কাটা ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে শুরু হয় জন্মদিনের আনুষ্ঠানিকতা। রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক গোলাম ফারুক মিথুন সদস্য রফিক হাসান বাবলু, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক তাকিউর রহমান। এসময় বক্তারা রেডিও মহানন্দার উত্তরতর সাফল্য কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক গৌড়বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, চাঁপাই নিউজ ডটকমের নির্বাহী সম্পাদক মেহেদি হাসান, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি তারেক রহমান, শ্রোতা শুভানুধ্যায়ী, প্রয়াসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রেডিও মহানন্দা ও প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের কর্মীবৃন্দ। আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন- রেডিও মহানন্দা চাঁপাইনবাবগঞ্জ-বাসীর কণ্ঠস্বর, গণমানুষের প্রাণের প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠান বাল্য বিয়ে প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা বিষয়ে সাধারণ মানুষকে সতেচন করে গড়ে তোলার কাজটি করছে এবং এসডিজি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।