01713248557

রাশিয়ায় ২২ যাত্রীসহ হেলিকপ্টার নিখোঁজ

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আজ শনিবার ২২ যাত্রীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি শনিবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে জানায়, এমআই-৬ হেলিকপ্টারটি কামচাটকা অঞ্চলের ভাচকাজেটস আগ্নেয়গিরি থেকে মাইকোলাইভকা গ্রামে যাচ্ছিল। এটি নির্ধারিত সময়ে গন্তব্যে অবতরণ করেনি এবং যোগাযোগে নেই।’ সংস্থাটি বলছে, হেলিকপ্টারটিতে ১৯ জন যাত্রী এবং তিনজন ক্রু সদস্য ছিল। নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছৈ। এমআই-৮ একটি দুই ইঞ্জিনের হেলিকপ্টার, যা ১৯৬০ এর দশকে ডিজাইন করা হয়েছিল। এটি ব্যাপকভাবে রাশিয়ায় ব্যবহৃত হয়। এছাড়া অন্যান্য আরও কিছু দেশেও এ ধরনের হেলিকপ্টার ব্যবহার করা হয়।