রানীহাটি ও নেজামপুর ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা

571

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর আর্থিক সহযোগিতায় ও সমৃদ্ধি কর্মসূচির আওতায় এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ও নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নেজামপুর ইউনিয়নের লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১ নং ওয়ার্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মেদ মাসুদ। খেলা পরিচালনা করেন প্রয়াসের শিক্ষা সুপারভাইজার পঙ্কজ কুমার পাল। এসময় উপস্থিত ছিলেন ইউনিট ব্যবস্থাপক আরিফুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, প্রবীণ অর্গানাইজার মাইনুল ইসলাম। খেলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।
অন্যদিকে, জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণগোবিন্দপুরে অনুরূপ প্রতিযোগিদা অনুষ্ঠিত হয়। সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৯ নং ওয়ার্ডের সদস্য ইমদাদুল হক। এছাড়াও ইউনিট ১৬ সমৃদ্ধি ২ এর ইউনিট ব্যবস্থাপক মাহাতাবুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।