রাত পোহালে সোহানদের ফাইনাল আগামীকাল
গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগ (জিএসএল) পৌঁছে গেছে শেষ প্রান্তে। শিরোপা ধরে রাখার মিশনে এখন প্রস্তুত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি এবারও দুর্দান্ত পারফরম্যান্সে জায়গা করে নিয়েছে ফাইনালে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তারা। এবারের আসরে রংপুর রাইডার্সের অন্যতম চমক ছিল সাকিব আল হাসানকে হারিয়ে ফাইনালে ওঠা। এই টুর্নামেন্টে সাকিব খেলেছেন দুবাই ক্যাপিটালসের হয়ে, কিন্তু সোহান বাহিনীই ছিটকে দেয় সাকিবের দলকে। রংপুর রাইডার্সের স্কোয়াডে রয়েছেন বাংলাদেশের একঝাঁক পরিচিত মুখ। সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সাইফ হাসান, রাকিবুল হাসান, খালেদ আহমেদ ও আবু হায়দার রনি। বিদেশি কোটায় আছেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান, পাকিস্তানের ইফতিখার আহমেদ, দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসি, ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, যুক্তরাষ্ট্রের হয়ে খেলা ভারতীয় ক্রিকেটার হারমিত সিং, পাকিস্তানের আকিফ জাভেদ এবং খাওয়াজা নাফি। টুর্নামেন্ট জুড়ে ব্যাট-বলে সমন্বিত পারফরম্যান্সে আলো ছড়ানো রংপুর এখন তাকিয়ে ব্যাক-টু-ব্যাক শিরোপার দিকে।