01713248557

রাজশাহীর রাজাবাড়িতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেসমূহের সাথে আরএমটিপি প্রকল্পের সভা

রাজশাহীর রাজাবাড়িতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেসমূহের সাথে সভার আয়োজন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আরএমটিপি প্রকল্প। আজ রাজাবাড়ীহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের হল রুমে সভায় সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ফারুক আহমেদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইনসেন্স বিভাগের প্রফেসর ডা. জালাল উদ্দীন সরদার, রাজশাহীর রাজাবাড়ীহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের উপপরিচালক ড. মো. ইসমাইল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. আকতারুল ইসলাম। এসময় বক্তারা মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যে হিসেবে দই, মাঠা, টফি, ঘি, ছানা তৈরির জন্য উদ্বুদ্ধ করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ভ্যালু চেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের টেকসই উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ প্রকল্পের আওতায় সভার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রয়াসের আরএমটিপি প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমটিপি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর জামাল উদ্দিন, হাসান আলী ও আকরাম আলী মোল্লা, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।