রাজশাহীর দূর্গাপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর দূর্গাপুরে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী পারভেজ মোশারফ কে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়ে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে তরিপতপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, পারভেজ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং নিয়মিতভাবে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে দূর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।