রাজশাহীর তানোরে হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব ৫

রাজশাহী তানোর হতে মাদক মামলার আসামি ও তার ২ সহযোগীকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে র্যাব ৫। গতকাল রাত দেড় টায় রাজশাহী জেলার তানোর থানাধীন সমাসপুর নামক এলাকা থেকে মাদক ব্যবসায়ী আসামি গোলাপ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন, মৃত দবিরের ছেলে মাসুদ রানা পালু, মৃত কংগ্রেসের ছেলে শ্রী চন্দনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছে থাকা ১০০ গ্রাম হেরোইন, ০৩টি মোবাইল, ০৩টি সীমকার্ড উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার তানোর থানাধীন সমাসপুর নামক এলাকায় একটি সংঘবদ্ধ গ্রুপ রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় ছিনতাই-চাঁদাবাজি এবং অবৈধ ভাবে মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল আসামিদের গতিবিধি পর্যবেক্ষন শুরু করে এবং অভিযান পরিচালনা করে ০৩ জন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং আসামি দেলোয়ারের বসতবাড়ী তল্লাশি করে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে। মাদক ব্যবসায়ী দেলোয়ার এর নামে ছিনতাই-চাঁদাবাজি আইনে মোট ০৫ টি মামলা চলমান। উল্লেখ্য, কিছুদিন আগেও র্যাবের হাতে তাকে আরও ১ টি মামলায় আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তানোর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।