রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ

গোমস্তাপুর রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির ভর্তি পরীক্ষা চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ছাত্রীদের শ্রেণীবিন্যাস পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেলে বিদ্যালয়ের নোটিস বোর্ড মেধানুসারে এই ফলাফল প্রকাশ করা হয়। ক ও খ শাখায় ৬৪ জন করে ও গ শাখায় ৫৮ জনকে চুড়ান্ত করে ফল প্রকাশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এরআগে গত ২৯ ডিসেম্বর লটারি মাধ্যমে ভর্তি পরীক্ষার্থীচ্ছু ছাত্রীদের বাছাই করা হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী বলেন, আগামী ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মেধাফলে নির্বাচিত ছাত্রীদের ভর্তি করা হবে। তাদেরকে ৫ম শ্রেণির প্রশংসাপত্র সঙ্গে নিয়ে এসে ভর্তি হতে বলা হয়েছে।