গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের উপনির্বাচনে প্রার্থীদের বাছাই সম্পন্ন হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাচন কার্যালয়ে এই বাছাই সম্পন্ন করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান। বাছাইয়ে সৈয়দ গোলাম নবী মাসুম ও শাহ আলমের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। এর আগে নজরুল ইসলাম নামে এক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ শেষ পর্যন্ত জমা দেননি তিনি। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ওই ওয়ার্ডের উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে উপনির্বাচনে আজ প্রার্থীদের বাছাই সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার পর ৩জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। কিন্তু ১৯ ফেব্রুয়ারী জমা দেয়ার শেষ দিন পর্যন্ত দুইজন প্রার্থী তাঁর কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। একজন জমা দেননি। এদিকে প্রার্থীতা প্রত্যাহার ২৭ ফেব্রুয়ারী ও প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারী দেয়া হবে। আগামী ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রহনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে ৩ হাজার ১শ ৪৬ জন ভোটার রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, সম্প্রতি ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মালেক মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন ওয়ার্ডটি শুন্য ঘোষণা করেন।