রহনপুরে প্রয়াসের বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

গোমস্তাপুর উপজেলার রহনপুরে কৃষি ইউনিট (মৎস্য খাত)’ এর আওতায় বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলার মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদা আক্তার রুমি। এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাজিন বিন রেজাউল, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক রহনপুর শাখার শাখা ব্যবস্থাপক জামাল হোসেনসহ ফিল্ড অফিসারগণ। আরো উপস্থিত ছিলেন মৎস্য চাষী, উদ্যোক্তা, আড়ৎদার, মহাজন, খুচরা পাইকার, ভ্রাম্যমান মাছ বিক্রেতা, মৎস্যপণ্য উৎপাদনকারী, ইত্যাদি। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় কর্মশালার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।