রহনপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে কম্বল বিতরণ

68

গোমস্তাপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আয়োজন কম্বল বিতরণ করা হয়েছে। আজ বেলা এগারোটায় রহনপুর পুরাতন ফায়ার সার্ভিস অফিসের সামনে কম্বলগুলো বিতরণ করা হয়। বিতরণের আগে অনুষ্ঠিত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম। প্রধান অতিথি ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। অন্যদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা প্রবীণ হিতৈষি সংঘের উপদেষ্টা আশরাফুল হক ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস, সহ – সভাপতি আনসারুল্লাহ হকসহ অন্যান্যরা। অনুষ্ঠানে ৭০ জনকে কম্বলগুলো তুলে দেওয়া হয়।