<meta property="og:image:width" content="200"/> <meta property="og:image:height" content="200"/> রবিবার থেকে সুপ্রিম কোর্টে অবকাশকালীন নতুন সময়সূচী - Radio Mahananda

রবিবার থেকে সুপ্রিম কোর্টে অবকাশকালীন নতুন সময়সূচী

আগামী ৮ সেপ্টেম্বর রবিবার থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ থাকবে। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশকালে আগামী ৮ সেপ্টেম্বর হতে ১৭ অক্টোবর পর্যন্ত আপিল বিভাগের অফিসের সময়সূচি রবিবার হতে বৃহস্পতিবার (সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত) কার্যকাল সকাল ৯টা হতে বেলা ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে। অপর এক বিজ্ঞপ্তিতে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের ভেকেশন জজ মনোনিত করার কথা জানিয়ে এতে বলা হয়, প্রধান বিচারপতির কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশন জজ হিসেবে বিচারপতি রেজাউল হককে মনোনীত করেছেন।