01713248557

যুব ফোরামের দক্ষতা বৃদ্ধিতে ৩ দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদরে সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধির তিন দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে। আস্থা প্রকল্পের আয়োজনে ও ডেমক্রেসিওয়াচ’র বাস্তবায়নে প্রশিক্ষণটি গত ২২ অক্টোবর শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রশিক্ষণে গোমস্তাপুর উপজেলার ৩০ জন নারী-পুরুষ নিয়ে গঠিত যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। তিন দিনের প্রশিক্ষণের সমাপনী দিনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অবসরপ্রাপ্ত শিক্ষক ও জেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি শাহ আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম, নবাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি এরফান ফারুক মাসুম, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ। প্রশিক্ষক হিসেবে ছিলেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক রেজাউল করিম ও সিনিয়র ফিল্ড অফিসার আরিফা খাতুন। অতিথিরা যুব ফোরামের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনা তুলে ধরেন। আলোচনা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।