যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে ‘নিষিদ্ধ’ করার পক্ষে উয়েফা

গাজায় ধারাবাহিকভাবে গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের জাতীয় দল ও ক্লাব দলগুলোকে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। আগামীকাল নির্বাহী কমিটির বৈঠকে এ প্রস্তাব তোলা হবে বলে জানিয়েছে ইসরায়েলের চ্যানেল ১২। এই ভোটের ওপর নির্ভর করছে ইসরায়েলের ফুটবলের ভাগ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপা লিগে অংশ নেয়া ম্যাকাবি তেল আবিবের মতো ক্লাবগুলো এবং ইউরোপীয় বাছাইপর্বে খেলা ইসরায়েলি জাতীয় দল নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। কারণ, কাতারের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ উয়েফাকে এ পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে। কারণ, ইউরোপ ফুটবলের বেশির ভাগ স্পন্সরই আসে মধ্যপ্রাচ্য থেকে। ইতিমধ্যেই ফ্রান্স, ইতালি ও স্পেনসহ বিভিন্ন দেশে ইসরায়েলি দলের বিরুদ্ধে খেলতে অনীহা দেখা দিয়েছে।