যুগ্ম সচিবের রহনপুর রেলস্টেশন পরিদর্শন

রেলপথ মন্ত্রণালয়ের আইন ও ভূমি অনুবিভাগের যুগ্মসচিব ড.মো: জিল্লুর রহমান ও ভূমি অধিশাখা উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। আজ সকালে স্টেশনে আসলে তাকে স্বাগত জানান গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এ সময় পাকশী রেলওয়ের বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা আরিফুর রহমান, গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, স্টেশন মাষ্টার মামুনুর রশীদসহ রেলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে টিকিট বিক্রির সিস্টেম, পার্কিং নির্মাণ, রেলের বেদখল হওয়া জায়গা, অবৈধ স্থাপনাসহ রহনপুর স্টেশনের কার্যক্রম বিষয়ে কথা বলেন। যুগ্মসচিব ড.মো: জিল্লুর রহমান বলেন, সারাদেশে রেলস্টেশনের উন্নয়ন হচ্ছে। এই স্টেশনের সামনে গাড়ি পার্কিং হবে। আপনারা সহযোগীতা করবেন। যদি না করেন নিদিষ্ট সময় পর আমরাই ভেঙ্গে দিব। এ সময় তিনি গণমাধ্যম কর্মী, ব্যবসায়ীনেতা, ব্যবসায়ী, স্থানীয়লোকজন ও রেলকর্মকর্তাদের সঙ্গে সমস্যা সমাধানে কথা বলেন।