<meta property="og:image:width" content="200"/> <meta property="og:image:height" content="200"/> <meta property="og:image:type" content="image/jpeg"/> যুক্তরাষ্ট্র বিশ্ব থেকে আরো বিচ্ছিন্ন হতে পারে জয়শঙ্কর - Radio Mahananda

যুক্তরাষ্ট্র বিশ্ব থেকে আরো বিচ্ছিন্ন হতে পারে জয়শঙ্কর

মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট যেই হন না কেন, দেশটি আরও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। স্থানীয় সময় বুধবার ০৬ অক্টোবর অস্ট্রেলিয়ার ক্যানবেরায় একটি অনুষ্ঠানে তিনি বলেন, এই নির্বাচন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি নীতির প্রবণতা পরিবর্তন করবে বলে আশা করা যাচ্ছে না। সৈন্য মোতায়েনে অনীহা এবং প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা উল্লেখ করে তিনি বলেন, সম্ভবত প্রেসিডেন্ট বারাক ওবামার সময় থেকেই যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক দায়িত্ব নিয়ে অনেক বেশি সতর্ক। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় জয়শঙ্কর বলেন, মার্কিন সেনা প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এ বিষয়ে আরও স্পষ্টভাবে ও প্রকাশ্যে কথা বলেছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে শুধু বর্তমান প্রশাসনের মতাদর্শের ভিত্তিতে নয়, বরং একটি জাতীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখা গুরুত্বপূর্ণ। তার কথায়, “আমরা যদি তাদের সঠিকভাবে বিশ্লেষণ করি, তাহলে আমাদের এমন একটি বিশ্বে প্রস্তুত থাকতে হবে যেখানে প্রাথমিক দিনের মতো যুক্তরাষ্ট্রের প্রভাব ও উদারতা হয়তো অব্যাহত থাকবে না। যদিও এ কথা বলার পরেও জয়শঙ্কর বলেছেন যে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে। অনুষ্ঠানে তিনজন পররাষ্ট্রমন্ত্রীই বলেছেন, তাদের দেশগুলোকে নিজেদের পছন্দের বৈশ্বিক পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে জয়শঙ্কর বলেন, আমাদের সবারই সহযোগিতামূলক ও সম্মতিমূলক কোনো ব্যবস্থা তৈরিতে আগ্রহ রয়েছে। অনুষ্ঠানে নিউজিল্যান্ডের উইনস্টন পিটার্স বলেন, বেশি সুরক্ষাবাদ দেখা যাচ্ছে। যেই পৃথিবী আমরা একসময় গড়ে তুলতে চেয়েছিলাম, তা এখন পরিবর্তন হচ্ছে, আর আমাদের এর সাথে খাপ খাইয়ে চলতে হবে।