মেক্সিকোতে গ্যাস সরবরাহ গাড়ি বিস্ফোরণে নিহত ৩, আহত ৬৭

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে স্থানীয় সময় বুধবার গ্যাস সরবরাহকারী (ট্যাংকার) গাড়ি বিস্ফোরণে ৩ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা জানান, এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মেক্সিকো সিটি মেয়র ক্লারা ব্রুগাদা বলেন, শহরের পূর্বাঞ্চলে ঘনবসতিপূর্ণ ইজতাপালাপা জেলার একটি সেতুর উপর গ্যাস ট্যাংকার গাড়িটি বিস্ফোরিত হয়। এসময় তিনজন নিহত হয় ও ৬৭ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। ট্যাংকার বিস্ফোরণের মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়েছে। পরে তা টেলিভিশনে সম্প্রচার হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে পার্শ্ববর্তী বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।