মুরগীর খাঁচায় কৌশলে ঢাকায় ফেন্সিডিল পাচারকালে চাঁপাইনবাবগঞ্জে ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকাগামী একটি মুরগী বোঝাই পিকআপভ্যানের উপরে রাখা ৩টি খাচায়, উপরে মুরগী ও নিচে কৌশলে ফেন্সিডিলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃতরা, নঁওগার ধামইরহাট থানার পঞ্চবর্গা গ্রামের আছির উদ্দীন মন্ডলের ছেলে খাদেম ও পিকআপ ভ্যানের চালক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়গোলার রফিকুল ইসলামে ছেলে রবিউল আওয়াল। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর পৌনে ২টার দিকে জেলা শহরের শান্তি মোড়ে মুরগী বোঝাই পিকআপভ্যানটি আটক করা হয়, পরে ভ্যানের উপরে থাকা তিনটি মুরগীর খাচায় কৌশলে লুকিয়ে রাখা ১২০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পিকআপভ্যানসহ ২ জনকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।