মিরপুর বাদ দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ বিসিবির

ঈদের পরেই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। দুই টেস্ট খেলতে বাংলাদেশে যে আসছে জিম্বাবুয়ে তা আগেই নিশ্চিত হয়েছিল। আজ দুই টেস্টের সিরিজের সময়সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সিরিজের কোনো টেস্ট নেই মিরপুরে। দুই টেস্টের একটি চট্টগ্রামে। অন্যটি সিলেট। ২০ এপ্রিল সিলেট টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। আর সফর শেষ হবে ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট দিয়ে। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষেও দুই টেস্টের সিরিজের একটিও ছিল না হোম অব ক্রিকেট নামে পরিচিত মিরপুরে। গত বছর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সঙ্গে ২টি টেস্ট খেলার কথা ছিল দুই দলের। তবে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের বছর হওয়ায় সেই সফরে বাংলাদেশ-জিম্বাবুয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে। স্থগিত হওয়ায় টেস্ট সিরিজটিই এবার খেলতে আসছে জিম্বাবুয়ে।