মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়ার প্রাথমিক দল ঘোষণা

২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি, ২০২৬) ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বৈশ্বিক আসরের আগে চোট ও ফিটনেস পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজন হলে স্কোয়াডে শেষ মুহূর্তে পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে। ঘোষিত স্কোয়াডের নেতৃত্বে থাকছেন মিচেল মার্শ। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন ও কুপার কনোলি। যারা সম্প্রতি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি।
স্পিননির্ভর কম্বিনেশনে অস্ট্রেলিয়া:
ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশন মাথায় রেখে স্পিন আক্রমণকে বিশেষ গুরুত্ব দিয়েছে অজি নির্বাচকরা। অভিজ্ঞ অ্যাডাম জাম্পার সঙ্গে স্কোয়াডে রয়েছেন ম্যাথিউ কুনেম্যান, কুপার কনোলি এবং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথিউ শর্ট। স্পিনে গভীরতা আনতেই এমন ভারসাম্যপূর্ণ দল গঠনের দিকে ঝুঁকেছে টিম ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, “সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের সাফল্য বেশ ধারাবাহিক। সে কারণেই ভারত ও শ্রীলঙ্কার ভিন্ন ভিন্ন কন্ডিশন সামলাতে পারে এমন খেলোয়াড়দের নিয়ে ভারসাম্যপূর্ণ একটি স্কোয়াড বেছে নেওয়ার সুযোগ পেয়েছি।”
তিনি আরও জানান, “প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও টিম ডেভিড দ্রুত ফিট হয়ে উঠছেন। আমরা আশাবাদী, বিশ্বকাপের সময় তারা সবাই অ্যাভেইলাবল থাকবেন। যেহেতু এটি প্রাথমিক স্কোয়াড, প্রয়োজন হলে পরে পরিবর্তন আনা হবে।”
পেস আক্রমণে ভিন্ন সিদ্ধান্ত:
এই স্কোয়াডে কোনো বাঁহাতি ফাস্ট বোলার না রাখার সিদ্ধান্তও চোখে পড়ার মতো। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে মিচেল স্টার্কের অবসর এবং স্পেন্সার জনসনের চোটের কারণে একই ধাঁচের বিকল্প হিসেবে বেন ডোয়ারশুইসের বদলে ডানহাতি পেসার জেভিয়ার বার্টলেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। যৌথ আয়োজক হিসেবে টুর্নামেন্টের ম্যাচগুলো হবে ভারত ও শ্রীলঙ্কায়। সাবেক চ্যাম্পিয়ন দলটি এবার জায়গা পেয়েছে গ্রুপ ‘বি’-তে। এই গ্রুপে তাদের সঙ্গী হিসেবে রয়েছে আয়ারল্যান্ড, ওমান, স্বাগতিক শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। সূচি অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়ানরা।
উপমহাদেশের কন্ডিশনে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে থাকবে আলাদা কৌতূহল। অভিজ্ঞতা, শক্ত স্কোয়াড ও বিশ্বকাপের মঞ্চে ধারাবাহিক সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে এবারও শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে মার্শ-কামিন্সদের দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর জন্য অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।