মার্কিন বিমান হামলায় ইয়েমেনে নিহত ৩৩
ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। আজ ভোরে এই হামলায় আরো ৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল মাসিরাহ টিভি। আল-জাজিরা জানিয়েছে, মার্কিন বাহিনী এ পর্যন্ত ইয়েমেনে যে কয়টি হামলা চালিয়েছে এটি তার মধ্যে সবচেয়ে মারাত্মক হতে পারে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হুতি যোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করার জন্যই হামলা চালানো হচ্ছে। লোহিত সাগরে জাহাজ চলাচলের উপর এই গোষ্ঠীর আক্রমণ বন্ধ না করা পর্যন্ত তারা ইয়েমেনে হুতিদের অবস্থানগুলিতে আক্রমণ চালিয়ে যাবে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক্স-এ একটি পোস্টে বলেছে, এই হামলার উদ্দেশ্য ছিল হুতিদের ক্ষমতার অর্থনৈতিক উৎসকে হ্রাস করা, যারা তাদের দেশবাসীকে শোষণ করে চলেছে এবং তাদের উপর প্রচ- যন্ত্রণা বয়ে আনছে।