মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: সাড়ে চার কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বাকি আর মাত্র এক সপ্তাহ। এরই মধ্যে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। আগামী ৫ নভেম্বর সশরীরে গিয়ে ভোট দেবেন অনেক মার্কিনি, তবে আগাম ভোট দেওয়া শুরু হয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যে। মঙ্গলবার (২৯ অক্টোবর) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, ডাকযোগে, সশরীরে গিয়ে আগাম ভোট এবং নির্বাচনের দিন ভোট দেওয়ার পদ্ধতি রয়েছে যুক্তরাষ্ট্রে। ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিতে রয়েছে এ সুযোগ। গত সেপ্টেম্বরের শেষের দিকে আগাম ভোট শুরু হয়। গতকাল সোমবার সর্বশেষ হিসাবে এ পর্যন্ত আগাম ভোট দিয়েছেন প্রায় সাড়ে চার কোটি মানুষ। ফ্লোরিডা ইউনিভার্সিটির ইলেকশন ল্যাব প্রায় ৪ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ব্যালট গণনা করেছে। ডাকের মাধ্যমে বা ব্যক্তিগতভাবে সশরীরে উপস্থিত হয়ে ভোটাররা এসব আগাম ভোট দিয়েছেন। যারা আগেভাগে ভোট কেন্দ্রে গেছেন এবং যারা তাদের ব্যালটে মেইল করেছেন তাদের সংখ্যা প্রায় সমান। আগামী ৫ নভেম্বর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন মার্কিন ভোটাররা। দিনটি মঙ্গলবার অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি সময়ে কর্মদিবস হওয়ায় অনেক ভোটার কেন্দ্রে যেতে পারবেন না, আর এই কারণে যুক্তরাষ্ট্রে ভোটারদের আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। উত্তর ক্যারোলিনা এবং জর্জিয়াসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য গত সপ্তাহে আগাম ভোট শুরুর পর প্রথম দিনেই রেকর্ড হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২৮ অক্টোবর) ডেলাওয়ারে আগাম ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি নিজ দলের প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে ডেমোক্রেট পার্টি থেকে বাইডেনের প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু গত জুলাইয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে বিতর্কে হেরে যাওয়ার পর নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ান তিনি। তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন দলটি। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডেমোক্রেট পার্টির বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। সর্বশেষ জরিপের তথ্যে দেখা গেছে, জনপ্রিয়তায় ট্রাম্পের তুলনায় হ্যারিস সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে দোদুল্যমান অঙ্গরাজ্যেগুলোতে হ্যারিসের তুলনায় ট্রাম্প ভালো অবস্থানে রয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের ফলাফল নির্ধারণে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো বড় প্রভাব রাখে।