মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি আর নেই। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা ক্যাপিটালস সূত্র জানিয়েছে, অনুশীলন সেশন পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। পরে তাকে সিলেটের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচের আগে সিলেটে অনুশীলন করেছিল ঢাকা। যেখানে খেলোয়াড়দের অনুশীলন তদারকি করছিলেন সহকারী কোচ মাহমুব আলম জাকি। বিপিএলকে সামনে রেখে মাত্র দিন দুয়েক আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। বেশ সাবলীলভাবেই কথা বলছিলেন দলের ভাবনা নিয়ে। যথারীতি ঢাকার প্রথম ম্যাচের আগেও শিষ্যদের নিয়ে কাজ করছিলেন। অবশ্য ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র জানিয়েছে, অ্যাম্বুলেন্সেও শ্বাস-প্রশ্বাস সচল ছিল জাকির। তবে হাসপাতালে যাওয়ার পর আর তার পালস পাওয়া যায়নি। চিকিৎসকরাতৎক্ষণাৎ তাকে মৃত ঘোষণা করেন।