মারা গেছেন আল্লু অর্জুনের দাদি, রাম চরণের নানি


দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের দাদি ও রাম চরনের নানি মারা গেছেন। শনিবার (৩০ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লু কানাকারাত্তিনাম। তার বয়স হয়েছিল ৯৪ বছর। দ্য ফ্রি প্রেস জার্নাল এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (৩০ আগস্ট) হায়দরাবাদের বাড়িতে মারা গেছেন আল্লু কানাকারাত্তিনাম। বার্ধক্যজনিত কারণে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন মেগাস্টার চিরঞ্জীবীর শাশুড়ি।

রাম চরণ মুসৌরিতে শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। অন্যদিকে, আল্লু অর্জুন অ্যাটলির পরবর্তী সিনেমার কাজে মুম্বাইয়ে ছিলেন। খবর পেয়ে দ্রুত হায়দরাবাদে উড়ে যান তারা। গতকালই আল্লু কানাকারাত্তিনামের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাতে যোগ দেন চিরঞ্জীবী, রাম চরণ, আল্লু অর্জুনসহ পরিবারের অন্য সদস্যরাও।

দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা আল্লু রামালিঙ্গ। ২০০৪ সালের ৩১ জুলাই মারা যান তিনি। পদ্মশ্রী প্রাপ্ত এ অভিনেতার স্ত্রী আল্লু কানাকারাত্তিনাম। এ দম্পতির দুই সন্তান। তারা হলেন— আল্লু অরবিন্দ (পুত্র), সুরেখা (কন্যা)।

বাবার পথ অনুসরণ করে চলচ্চিত্রে পা রাখেন আল্লু অরবিন্দ। তবে অভিনেতা নন, প্রভাবশালী প্রযোজক ও প্রদর্শক হিসেবে নিজের জায়গা গড়ে নেন। আল্লু অরবিন্দ নির্মলার সঙ্গে সংসার বেঁধেছেন। এ সংসারে জন্ম নেয় আল্লু অর্জুন ও আল্লু সিরিশ। এই দুই অভিনেতাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই।

অন্যদিকে, আল্লু রামালিঙ্গ-আল্লু কানাকারাত্তিনাম দম্পতির কন্যা সুরেখা শোবিজে পা রাখেননি। তবে দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চিরঞ্জীবী-সুরেখা দম্পতির তিন সন্তান। তারা হলেন—রাম চরণ (পুত্র), সুস্মিতা (কন্যা), শ্রীজা (কন্যা)। চলচ্চিত্রে রাম চরণ নিজেকে প্রতিষ্ঠিত করলেও, দুই বোনের কেউই অভিনয়ে আসেননি।