১৬ এপ্রিল, রবিবার হৃতিক তার এক টুইট বার্তায় খুশির খবর দেন। হৃতিক বলেন, ‘আজ আমি খুবই উত্তেজিত। ভালবাসা উদযাপনের আরেকটি দিন।’ ভক্তরা ভাবতে পারেন, কাহিনী কী! হ্যাঁ, সেটাও তিনি পরিষ্কার করলেন, রবিবার টিভিতে প্রথমবারের মতো প্রিমিয়ার হয়েছে তার আলোচিত সিনেমা কাবিল। সেটাই মূলত জানালেন এভাবে। দুপুর একটায় ভারতীয় টিভি চ্যানেল স্টার গোল্ডে সিনেমাটি প্রদর্শিত হয়।উল্লেখ্য, কাবিলে হৃতিকের সঙ্গে অভিনয় করেছেন ইয়ামি গৌতম, উর্বশী রাউটেলা, রণিত রায় প্রমূখ।
এদিকের হৃতিকের নতুন খবর হলো তিনি প্রথমবারের মতো হাজির হচ্ছেন মারাঠি সিনেমায়। ছবির মুক্তির দিনও টুইটারে ঘোষণা করলেন হৃতিক রোশন।বিক্রম ফড়নীশ পরিচালিত ড্রামা ফিল্ম ‘হৃদয়ান্তর’এ অভিনয় করছেন বলিউডের গ্রিক গড। এই প্রথম মারাঠি ছবিতে অভিনয় করা নিয়েও খুশি তিনি। পরিবার আর সম্পর্কের গল্প নিয়ে ছবিটা। মুক্তি পাবে আগামী ৯ জুন।