মায়ের সঙ্গে আম কুড়াতে গিয়ে ব*জ্রপাতে প্রা*ণ গেল ছেলের

চাঁপাইনবাবগঞ্জে মায়ের সঙ্গে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মো. মিজান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যা ছয়টার দিকে জেলা শহরের গুলবাঘ ফুলকুড়ি এলাকার একটি আম বাগানে ঘটনা ঘটে। মৃত মিজান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গুলবাগ ফুলকুঁড়ি মহল্লার মনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় বাড়ির পাশের আম বাগানে মায়ের সাথে আম কুড়াতে গিয়েছিলেন মো. মিজান। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় আইনী ব্যবস্থাগ্রহণ শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।