01713248557

মহানন্দা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ ৬৮ ঘন্টা পর উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে গত শুক্রবার দুপুরে ডুবে নিখোঁজ আলী হাসান নামে ৮ বছরের শিশুর প্রায় গলিত মরদেহ আজ সকালে নদী থেকে নিখোঁজের ৬৮ ঘন্টা পর উদ্ধার হয়েছে। শিশুটি বালিয়াডাঙ্গা ইউনিয়নের ধোয়াপুকর গ্রামের সমির আলীর ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসায় ছাত্র। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, গত শুক্রবার দুপুর ১২টার দিকে একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দিননাথপুর গ্রাম সংলগ্ন নদীর ঘাটে গোসলে নেমে সে ডুবে যায়। ওইদিন সন্ধ্যা পর্যন্ত রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল নৌকা নিয়ে নদীতে খোঁজ করেও শিশুটির সন্ধান পায় নি। তবে এরপর থেকে শিশুর স্বজনরা নদীতে তার খোঁজ অব্যহত রাখলে ৩ দিন পর আজ সকালে নিখোঁজ স্থানের নিকটেই তাঁর মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা ধারণা করছেন, জেলেদের মাছধরা জালে তার দেহ আটকে ছিল। শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম জাকারিয়া বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।