মহানন্দায় ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

153

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর নতুন হুজরাপুর ঘাটে সাঁতার শিখতে গিয়ে কাউসার আলী নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ দুপুর ১২টার দিকে বাড়ির পাশে নদীতে সাঁতার শেখার একপর্যায়ে পানিতে তলিয়ে যায় শিশুটি। স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা চালিয়ে দুপুর পৌনে ১টার দিকে ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবনের পেছনে নদী থেকে শিশুটিকে উদ্ধার করেন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, উদ্ধারের পরপরই ফায়ার সার্ভিসের অ্যাম্বুল্যান্সে শিশুটিকে জেলা হাসপাতালে নেয়া হলে দুপুর সোয়া ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাউসার নতুন হুজরাপুর মহল্লার মেসবাহুল হকের ছেলে ও শহরের বিউগল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ডুবে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ভেসে ওঠে শিশুটি। কিন্তু তাকে বাঁচানো যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।