মহানন্দায় ডুবে শিশুর মৃত্যু

128

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে মো. রুবেল (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ডের চরমোহনপুর (নূরানী মাদ্রাসা) এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে।
১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইব্রাহিম আলী জানান, বৃহস্পতিবার বেলা ১০টার দিকে অন্যদের সঙ্গে মহানন্দা নদীতে গোসল করতে যায় শিশু রবেল। একপর্যায়ে সে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বিকেল সাড়ে ৫টায় চরমোহনপুর উত্তরপাড়ায় নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মাদ্রাসা সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয় বলে ওয়ার্ড কাউন্সিলর মো. ইব্রাহিম আলী জানান।