<meta property="og:image:width" content="200"/> <meta property="og:image:height" content="200"/> মহানন্দায় মিলল অজ্ঞাত মরদেহ - Radio Mahananda

মহানন্দায় মিলল অজ্ঞাত মরদেহ

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজরামপুর-মালোপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। ধারণা করা হচ্ছে তার বয়স আনুমানিক ৪০ বছর। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া বলেন, মহানন্দা নদীতে একটি মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। বর্তমানে মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।