মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সদর উপজেলার মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখার মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এসএসসি পরীক্ষার্থী, জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) কমিটির সদস্যবৃন্দদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসএমসি কমিটির সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের লক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন— বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি আব্দুল জাব্বার, আব্দুল বারী, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, সহকারী শিক্ষক খাদিজাতুল কোবরা, কামাল উদ্দিন, গোলাম কবীর। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন— মোশারফ হোসেন, শিক্ষার্থীদের মধ্যে ইসরাত জাহান, মারুফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সিফাতুল্লাহ।
এসময় বক্তারা বলেন, বর্তমানে শিক্ষার্থীরা পড়ালেখার তুলনায় মোবাইলে বেশি আসক্ত হয়ে পড়েছে। এ আসক্তি একেবারে নেশার পর্যায়ে চলে গেছে। তাই শিক্ষার্থীদের হাতে বেশিক্ষণ মোবাইল ফোন রাখা যাবে না। সকাল ও সন্ধ্যাবেলায় যেন শিক্ষার্থীরা নিয়মিত পড়ালেখা করে, সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বাল্যবিয়ে বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের পাঠোদ্ধারে শিক্ষকগণ সদা প্রস্তুত। তাই যে কোনো সমস্যায় নিঃসংকোচে শিক্ষার্থীরা যেন শিক্ষকদের সাথে সমস্যার কথা বলে, সেদিকে খেয়াল রাখতে হবে। তবেই পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব হবে।