ভোলাহাটে হেরোইনসহ স্বামী ও স্ত্রী আটক

ভোলাহাটে বসত বাড়িতে খুচরা ও পাইকারি ভিত্তিতে হেরোইন বিক্রয়কালে ১৬৫ গ্রাম মাদক বিক্রেতা স্বামী ও স্ত্রীকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃতরা হলো গোয়ালবাড়ী ইউপি’র সুরানপুর গ্রামের রবিউল ইসলাম ও তার স্ত্রী ময়না। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয় গতকাল সন্ধ্যায় র‌্যাবের একটি আভিযানিক দল রবিউল এর বাড়িতে অভিযান চালালে ঘরের ভিতর থেকে ১৬৫ গ্রাম হেরোইনসহ তাদের আটক করে। আটককৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র‌্যাব।