ভোলাহাটে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসুচির মধ্যদিয়ে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে উপজেলা পরিষদ সমুন্নত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, ভোলাহাট থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী দলসহ সর্বস্তরের জনগণও শ্রদ্ধা জানান। এ ছাড়া বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে।
সকালে ভোলাহাট রামেস্বর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেল নিবার্হী কর্মকর্তা শাহীন মাহমুদ। পরে পুলিশ আনসার-ভিডিপি ও রোভার স্কাউটস, কাব, গার্লস গাইড, বিভিন্ন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। অভিবাদন গ্রহন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ,অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন।

বেলা ১১টার দিকে রামেশ্বর পাইলট ইনস্টিটিউটেশন মাঠে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন , উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী এলজিইডি প্রকৌশলী, শিক্ষা অফিসার, আরডিও সবুজ আলী, উপজেলা বিএম ডি এ কর্মকর্তা লোকমান হাকিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য অতিথিগণ। পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।