রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ভোলাহাটে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের সাইকেল শোভাযাত্রা

বাল্যবিয়ে প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা ভোলাহাটে সাইকেল শোভাযাত্রা করেছেন গার্ল-ইন-স্কাউট সদস্যরা। সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলাহাট উপজেলা চত্বর থেকে সাইকেল নিয়ে তারা যাত্রা শুরু করে।
সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. তৌফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক অলক চক্রবর্ত্তী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্কাউটস কমিশনার মো. হাসিনুর রহমান, ভোলহাট উপজেলা সম্পাদক রাকিবুল ইসলাম।
শিক্ষার্থীরা সাইকেল শোভাযাত্রায় বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন বহন ও বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বাল্যবিবাহ নিরোধ আইন সম্বলিত লিফলেট পথচারীদের মধ্যে বিতরণ করেন।
সাইকেল শোভাযাত্রায় ভোলাহাট উপজেলার বিভিন্ন স্কুলের শতাধিক গার্ল-ইন-স্কাউট সদস্য অংশ নেন।