ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ভোলাহাট উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত দায়িত্বে থাকা ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি শামীম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, আরডিও সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদসহ অন্যরা। এসময় উপজেলায় ৪ হাজার ৪৯০জন প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় চাষে সহযোগিতার জন্য অনুমোদিত অগ্রাধিকার তালিকাভূক্ত একজন কৃষক একটি মাত্র ফসল পাবেন। একজন কৃষক ১ বিঘা জমির জন্য ২০  কেজি করে গম বীজ অথবা ১  কেজি করে সরিষা বীজ অথবা ১০ কেজি করে চিনাবাদাম বীজ বা ১  কেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার অথবা ৫ কেজি করে মুগ বীজ বা ৫ কেজি করে মসুর বীজ বা ৮ কেজি করে খেসারি বীজ অথবা ২  কেজি করে অড়হড় বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।