01713248557

ভারতে ভারী বর্ষণে ৪ জনের মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আজ  সরকারি দুর্যোগ কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেখানে বন্যায় ১০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।বর্ষা মৌসুমের বৃষ্টিপাতে প্রতিবছর এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার ধরণ পরিবর্তন হচ্ছে এবং চরম আবহাওয়াজনিত ঘটনার সংখ্যা বাড়ছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এ রাজ্যে মে মাসের মাঝামাঝি থেকে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় ৩৮ জন মারা গেছে।
ভারতের আবহাওয়া বিভাগ আসাম ও এর পার্শ্ববর্তী রাজ্যগুলোর জন্য আরো আকস্মিক বন্যার ঝুঁকির সতর্কবার্তা জারি করেছে।
বন্যার পানিতে রাজ্যের বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমানবাহিনীর সদস্যরা একটি দ্বীপে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে।
মৌসুমি বর্ষণের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রতি বছর প্লাবন ও বন্যা হয়ে থাকে। গত সপ্তাহে নেপালে বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। একই মাসে চীন সীমান্তবর্তী হিমালয়ের পাদদেশে অবস্থিত ভারতীয় রাজ্য সিকিমে আকস্মিক বন্যা ও ভূমিধসে ছয়জন নিহত হয়।