ভারতের বিপক্ষে হেরে শ্রীলংকা-ইংল্যান্ডের নিচে নামল বাংলাদেশ
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে বাংলাদেশ পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছিল। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে হারের পর দুই ধাপ নিচে নেমে এখন ষষ্ঠ অবস্থানে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ৭ খেলায় ৩ জয়ে বাংলাদেশের পয়েন্ট ৩৩। শতকরা ৩৯.২৯ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে টিম টাইগার্স। দলটির পরাজয়ের ফলে এক ধাপ করে উপরে উঠেছে শ্রীলংকা ও ইংল্যান্ড। সাত ম্যাচে ৩ জয়ে ৩৬ পয়েন্টসহ শতকরা ৪২.৮৬ শতাংশ পয়েন্ট নিয়ে চার নম্বরে লঙ্কানরা। ১৬ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে পঞ্চম স্থানে থাকা ইংলিশরা ৮১ পয়েন্ট পেয়েছে। তাদের শতকরা পয়েন্ট ৪২.১৯।
চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের হারিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে ভারত। হিসাব অনুযায়ী, টিম ইন্ডিয়ার শতকরা পয়েন্ট ৭১.৬৭ শতাংশ। দশ খেলায় ৭ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৮৬। আসরের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১২ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ঝুলিতে ভরেছে ৯০ পয়েন্ট। শতকরা ৬২.৫০ শতাংশ পয়েন্ট পেয়েছে অজিরা। নিউজিল্যান্ড ৬ ম্যাচে ৩ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। দলটির শতকরা পয়েন্ট ৫০ শতাংশ। ছয় ম্যাচে ২ জয় ০ এক ড্রয়ে ২৮ পয়েন্টসহ শতকরা ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান সাত খেলায় দুই জয়ে শতকরা ১৯.০৫ পয়েন্ট নিয়ে আগের আট নম্বর স্থানেই রয়েছে। দলটি ৭ খেলায় ২ জয়ে পেয়েছে ১৬ পয়েন্ট। টেবিলের তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৯ খেলায় এক জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট পেয়েছে। ক্যাবিরীয়রা শতকরা ১৮.৫২ পয়েন্টের বেশি পায়নি।