01713248557

ভারতের ‘জাতীয় দুলাভাই’ প্রিয়াঙ্কার স্বামী

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। বিয়ের পর ‘পাওয়ার কাপল’ হিসেবে খ্যাতি ছড়িয়েছেন। একাধিকবার ভারতে এসেছেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস। প্রিয়াঙ্কাকে বিয়ে করার পর ভারতের ‘জিজু’ অর্থাৎ ‘দুলাভাই’ হিসেবে পরিচিত নিক জোনাস। কয়েক দিন আগে জিমি ফ্যালনকে সাক্ষাৎকার দিয়েছেন নিক। এ আলাপচারিতায় নিকের সঙ্গে যুক্ত হওয়া ‘জিজু’ শব্দটি টেনে আনেন সঞ্চালক।  এ বিষয়ে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস বলেন, ‘আপনি জানেন, আমি প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করেছি। বিয়ের পর হ্যাশট্যাগ (জিজু) শুরু হয়েছিল। আমি ছিলাম ন্যাশনাল জিজু (জাতীয় দুলাভাই)। জিজু মানে হলো— বড় বোনের স্বামী। তাই আমি ভারতের বড় ভাই।’ ২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। ২০২২ সালের ২১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে প্রিয়াঙ্কা জানান, সারোগেসির মাধ্যমে তারা কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই অভিনেত্রী।