বোলিংয়ে  দাপুটে পারফরম্যান্সে ভারতের পার্থ জয়

এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল পার্থে কখনো টেস্ট হারেনি। বর্ডার-গাভাস্কার সিরিজ শুরুর আগে এই আলোচনাটা হচ্ছিল বেশ জোরেশোরে। মাঠে নামার পর অস্ট্রেলিয়ার দাপটের সেই প্রতিচ্ছবি ফুটে উঠেছিল। ভারতকে তারা গুঁড়িয়ে দিয়েছিল ১৫০ রানে। কিন্তু ভারত তো হাল ছাড়ার দল নয়। বোলিংয়ে জবাব দিল তারাও। অস্ট্রেলিয়াকে আটকে দেয় ১০৪ রানে। ৬ উইকেটে রান ৪৮৭। যে দাপটে দ্বিতীয় ইনিংসে জবাব দেওয়ার শক্তিটাই পেল না অস্ট্রেলিয়া। ৫৩৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় ২৩৮ রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস। প্রথম দল হিসেবে পার্থের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারের তিক্ত স্বাদ দিল ভারত। পাঁচ ম্যাচ সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে।