বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

বোমা মেরে সালমান খানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মুম্বাইয়ের ওরলিতে পরিবহন বিভাগের অফিসের হোয়াটসঅ্যাপে এই হুমকিবার্তা পাঠানো হয়। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, সালমান খানের গ্যালাক্সির বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হবে এবং বোমা দিয়ে তার গাড়ি উড়িয়ে দেওয়া হবে। এ ঘটনার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ওরলি থানায় মামলা করা হয়েছে। এরই মধ্যে হুমকিদাতাকে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। কেবল তাই নয়, তার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। ফলে জীবনের নিরাপত্তা নিয়ে কঠিন সময় পার করছেন সালমান খান ও তার পরিবার। গত বছরের ১৮ অক্টোবরও প্রাণনাশের হুমকি পান সালমান খান। এরপরও নিয়মিত শুটিং করেছেন। তবে ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছেন আত্মবিশ্বাসী এই অভিনেতা। সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’। ৩০ মার্চ বিশ্বের সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি।  এ আর মুরুগাদোস নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানা। রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।