বিশ্ব ইজতেমায় বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত
৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অনুষ্ঠিত হলো বিশ্বের সবচেয়ে বড় জুমার জামাত। এই জুমার নামাজে ইমামতি করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বী মাওলানা জুবায়ের। মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। আজ নামাজ শেষে অনুষ্ঠিত হয় মোনাজাত। জুমার নামাজে খুতবা পাঠ শুরু হয় দুপুর ১টা ৪৩ মিনিটে, শেষ হয় ১টা ৪৯ মিনিটে। দুপুর ১টা ৫০ মিনিটে জুমার জামাত শুরু হয়ে শেষ হয় ১টা ৫৬ মিনিটে। আগামীকাল আখেরি মুনাজাতও তিনিই পরিচালনা করবেন বলে জানিয়েছেন তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লা রায়হান।